নিরব নিশীতে  নিদ ছিল চোখে
চকিত স্বপনে  এলে সঙ্গোপনে
হাতে রেখে হাত  চলে ছিনু পথ
দূর অজানায়।


কত হাসি কত গান  কত মান অভিমান
কত লাজ রাঙা ইশারা হৃদয়েরই আশা
কত না বলা ভাষা পেয়েছিল ভাষা
অব্যক্ত কথায়।


অকস্মাৎ টুটলো ঘুম গভীর রজনী নিঝুম
তুমি নেই পাশে বাড়ানু হাত তোমারি আশে
রিক্ত চিত্ত রিক্ত হাত বাজে শেলসম করাঘাত
বিরহ ব্যথায়।


স্বপন সেত সত্য নয়  তবু নিত্য কেন হায়!
তুমি আসো বারে বার নিয়ে কামনা দুর্নিবার
আমি যবে তোমাতে লীন তখনই তুমি বিলীন
থাকো কামনায়।।