আমি ফুল ভালবাসি,
সযত্নে লালন করি
স্পর্স করি না পুস্প কোরক
পাছে বিকাশ ব্যহত হয়,স্পর্সে।
গাছ ভালবাসি
বৃক্ষ লালন করি,
অশ্বথকে বাগানে রাখি
যত্ন করি,
রাখিনা আমার আঙ্গিনায়, টবে
পাছে বন ছাইয়ে পরিনত হয়।
ভালবাসি রঙ বেরঙের প্রজাপতি,
ছুঁই না তাকে,
আমার ভালবাসার পিড়নে
সে হবে ক্ষত বিক্ষত।
ভালবাসি পাপিয়া,
রাখি না তাকে পিঞ্জরে
ভালবাসার বন্ধন,
তার পিড়ন।
যাকে যত ভালবাসি
তাকে রাখি তত দূরে
একান্ত কাছে টেনে
নিস্পেসিত করে সবটুকু
রস নিঙড়ে নিয়ে
ফুল পাখি গাছ মাছ,প্রজাপতি,
কাউকে পাওয়া যায় না অমলিন,
চিরদিন।
চির ভালবাসা লালন করতে চাই
নিকট দূরত্বে থেকে
অনস্পর্স ভালবাসায়
ভাললাগার রেশটুকুই বেশ
থাক না চির অমলিন,
চিরদিন চির অনিশেষ।।