রাতের রাজা  দিনের বেলা বসি রাজাসনে,
বিচার করে রানীর,  সাধু সাধু বলে গুনিজনে।
রাতের রানী রাজার কাছে রাতেই আদর পায়,
দিনের বেলায় ছুলে রানী,রাজার জাত যায়।
অন্ধকারে মন্দ ভালো, দিনের আলোয় নয়,
সব রাজারাই ডুবে ডুবে নোনা জল খায়।
বীজ বপণের খেলা খেলে কেটে পড়ে রাজা,
রানী বহে বীজের ভার সহ্য করে সাজা।
মক্ষিরানী বলে তারে লক্ষ জনে চেনে,
থাকে রাজা অন্তরালে সেই তো আসল বেনে।
রানী যদি অপরাধী হয় রাজা কেন নয়?
অপবাদের অপঘাত রানীর বেলায় হয়?
রানী যদি দোষী হয় রাজাও দোষী তবে,
রাজা রানী সমদোষী অপরাধেরই ভবে।