আজ সে আসবে বলে কথা দিয়েছে,
তারই আসার আশায় মন মেতেছে।
রং তুলে নিয়ে মন ছবি আঁকছে,
অপরূপ রূপ ভাসে মন ক্যানভাসে।
এই বুঝি এলো সে পায়েল  পায়ে,
রিনিঝিনি কিনিকিনি ভাষে শ্রবণে।
কি কি কথা বলা হবে সম্মুখে এলে,
চোখাচোখি  হয়ে যাবে যখন দোহে।


এই রূপ কত ভাব হৃদয়ে উদয়,
ভাব সাগরে ভাব নীরে তরী বেয়ে যায়।
সেই তরী ভেসে ভেসে কোন ঘাটে যাবে,
কোন ঘাটে যেয়ে তরী নোঙ্গর ফেলবে।
সেই ছবি মনে মনে আঁকি নিরন্তর,
তার তরে হৃদয় পোড়ে, পোড়ে যে  অন্তর।
অবশেষে বঁধু বেশে এলে সে রানী,
মনোহর আবেশে,থামে প্রাণ পোড়ানী।