ফাগুনে
আগুন লেগেছে বনে বনে
মৌমাছি
গুন গুন গুন গুঞ্জরণে
বিচারি
ফুলে ফুলে মধু আহরণে
মেলি
প্রজাপতি ডানা ফুল দলে
ডাকিছে
মক্ষিকা, ফুলেল সম্ভাষণে
এসো
সখা বসো হৃদয় জুড়ে
লও
সোম সুধা উজাড় করে
করি
দুতিয়ালি ঘুরি ফুলে ফুলে
লও
পুষ্প রেনু বিলাও দয়িতারে
হোক
জানাজানি তোমাদের বরে
নিত্য
এ ফুলে ও ফুলে পরস্পরে
দিবো
উজাড় করি একে অপরে
শেষে
পূর্ণতা হবে ফল সম্ভারে।
শশি
বসি ঐ সুদূর দূর অম্বরে,
ঢালিছে
জোৎস্না, শিশুঊর্মি নীরে।
ফুলেল
সুবাসিত সুতীব্র আহ্বানে
জাগে
স্পন্দন ফাগুন পুষ্প কাননে।
বলি
মধুর! মধুর!রসিক জনে।
ভোগে
কুসুমবাসিত ফাগুন ধরণীরে।