ফেরিওয়ালা
করছে ফেরি
শহর ঘুরি
মাথায় করি
সবজি আনাজ।


লাগবে নাকি
আছে দরকারি
সব তরকারি
হাঁকছে ডাক।


আলু পটল ঝিঙ্গা
পুঁই লাউ চিচিংগা
ডাটা পালং কুমড়া
লাগলে সাড়া দিন।


ঘুরছে পাড়াময়
প্রতি মহল্লায়
ঝাঁকা মাথায়
ক্লান্তিহীন সারা দিন।


জীবিকার তাগিদে
যাচ্ছে হেঁকে
ডেকে ডেকে
আশা ভরা হৃদয়।


সব শহরবাসী
বেজায় খুশি
ঘরে বসি
পাচ্ছে বাজার সদায়।