রুদ্র বৈশাখ,রৌদ্রে মাঠ পুড়ে খাক,
দীর্ঘদিন বৃষ্টিবিহীন নিদারুণ নিদাঘ।

আজ মাঠঘাট চৌচির চৌদিক খা খা,
অম্বুদহীন অম্বরে,জ্বল জ্বল জ্বলে রবিটা।

নির্জীব জীবকুল ত্রাহী ত্রাহী যাচে জল,
দিনদিন হীনবল সকল ক্ষেতের ফসল।

এসো হে বৈশাখ হাকো হায়দারী হাক,
বাঁধ আমামা,মেঘ দামামা বাজাও,বেহাগ।

দূর করো জ্বরা সূচি করো ধরা,বর্ষে বারি,
যত জীবকুল হয়ে ব্যাকুল যাচে তোমারই।

করি আহবান,হানো বিষাণ,বাজাও বৈশাখী বীণ,
ঝরাও বৃষ্টি,জাগাও সৃষ্টি,নাচো তা ধিন ধিন।

রক্ষিতে ধরা,ঝরাও ধারা,বৃষ্টি মাগে সৃষ্টি,
করো নিরুত্তাপ,হ্রাসো বহ্নিতাপ,দাও শুভদৃষ্টি।।