হৃদয় কাননে বসন্ত মলয়,
বকুল গন্ধ বিলায়।
বকুলের গন্ধে মন আনন্দে,
বসি বাতায়ন খুলি,
নিয়ে কল্পনার রং তুলি।
অকস্মাৎ এলে চুপি চুপি,
বললে মনচোরা,
পারছি না আর রইতে দূরে,
এইতো দিলাম ধরা।
রাখি অধরে অধর,
চুমিলাম তোমা,
শত শত সহস্রবার।
বললে যত প্রেম আছে,
হৃদয় মাঝে,
সবই কি করলে কাবার।
নাহে বঁধু নহে
এ তো ফুরাবার
নহে,এ অমৃত সুধা।
যত বেশি পাই
তত বেশি খাই।
মেটে না তবু,
এ, রাক্ষসী ক্ষুধা।।