গাঁও গ্রামে,নদীর পাড়ে,
বকুল ছায়ে পুষ্পঝরা,
শষ্প বিছানা।
পাখ পাখালির কিচির মিচির,
ক্লান্ত দুপুর স্নিগ্ধ সমীর
চল ফিরে যাই সেই ঠিকানা।
নেই সেই বিজনে,
বিজলি ব্যজনী,
আছে দখিনা মলয়,
করে বিজনী।
চল সেই নিজনে
ওগো প্রাণ সজনী।
নিবাই এ নিদাঘ জ্বালা,
আমি এ অবলা বালা,
ছায়াবিথী শয়ন সাথী
মলয় কালা।
পোহাই দিবস রজনী,
ওগো প্রাণ সজনী
চল ফিরে চল সেই ঠিকানা।
চল ফিরে যাই সেই ঠিকানা।