চলো নিধুবন
রাধিকা, - চলো নিধুবন,
দেখবে সেথা,কানু নারায়ন,
তোমার বিরহে পথ বে ভুল,
চরাইছে গোকুল,
বাজাইছে বাঁশি
নিপ শাখে বসি
রাধা রাধা সুরে
ভাসি অশ্রু নীরে।
বিরহানলে দগ্ধ মুরারি,
চলো রাধা ত্বরা করি,
নিভাও প্রমানল
সিঞ্চনে প্রেমবারি।