করে ঋণ
হয় হীন,
নেই যাদের লজ্জা লাজ,
ঋণ করে তারা।
ঋণ কোরে
যত পারে,
ঘি মাখন খায় আজ
হয়ে আত্মহারা ।
আসছে দিনে
সেই ঋণে,
মজা লোটে মহাজন,
ঋণি যিনি নিঃস্ব হন।
শোন ভাই
বলি তাই
হীনতা ঋণের কারণ।
এ কথা রাখিও স্মরণ।