পেঁয়াজের ঝাঁজ চড়া
মরিচও কম নয়
সবর মিয়া গঞ্জে গিয়া
কম করে কেনে তাই।


পটল আলু ঝিঙ্গে বৈ
রুই মাছ সিঙ্গি কৈ
সবটাই দাম চড়া
শুনে চোখ ছানাবড়া।


তেল,চাল আটা,ডাল
দেখে তার দরদাম
দর দর ঝরে ঘাম


নিত্য দাম বাড়ে শুধু
সবর দেখে মরু ধুঁ ধুঁ  
লোকে বলে শুধু শুধু  
মেওয়া ফলে সবরে  
শুনে কান ঝালাপালা
ফলবে আর কবে রে??