তাল পাতা


তাল পাতায় পাখা হয়,
আর হয় বাঁশি।
তাল পাতার সেপাই দেখে
পায় সবার হাসি।


তাল পাতায় টুপি হয়
আর হয় বল।
বল নিয়ে ছেলে মেয়ে
করে কোলাহল।


পাতার আঁশ শক্ত অতি
লোকে বানায় রশি,
তালপাতার চাটাই পেতে
পাঠশালেতে বসি।


কাগজের বিকল্প দেখো
তালপাতা হয়,
শিশুগণ দিয়ে মন
লেখে পাঠশালায়।


অতীত দিনের স্মৃতি রয়  
তালপাতাতে লেখা
সংরক্ষিত মিউজিয়ামেতে
পাবে সেথায় দেখা।


তালপাতাতে বাসা বাঁধে
বাবুই পাখির দল,
সারাদিন কিচিরমিচির
করে কোলাহল।


তালপাতা ছায়া দেয়
দেয় জ্বালানী,
পরহিত তরে বিলায়
আপন জীবনখানি।


তালপাতার মত হও
সংসার মাঝে,
আপন জীবন বিলিয়ে দাও
সমাজের কাজে।