ডালিম গাছে  ফুল ধরে, লালে লাল,
সবুজের মাঝে যেনো, টোল পড়া গাল।
নিশিদিন, গুনগুন করে মধুকর,
উড়ে উড়ে বসে বসে ফুলের উপর।


তারপর একদিন ধরে যে ডালিম,
না পাকতে পেতে চায় দুষ্ট জালিম।
দানা লাল হওয়ার আগে কত ফেটে যায়,
লুচ্চা আর লুটেরা লুটেপুটে খায়।


খেও নাকো অসময়ে খেও না আনার,
পেঁকে পেঁকে ডাঁশা হবে খেয়ো তারপর।
খেয়ে পরে অবশেষে পুতো রক্ত বীজ
স্রষ্টার অপূর্ব সৃষ্টি অতি  খাসা চিজ।