**
চোর চোর বলে তুমি যতই  ঘরে দাওনা দোর,
চোর বেটারাই সাধু বটে কাটাও তোমার ঘুমের ঘোর।
চলছে এখন সাধুর বেশে চোর বেটাদের বাহাদুরি,
তারাই আজ সাধু সেজে তোমাকেই বানাবে চোর।
**
মিথ্যা এবং সত্যের মধ্যে চলছে লড়াই আজ,
মিথ্যুক জনে পরছে আজ  সত্যের তাজ,
সত্য রক্ষার শপথধারী মিথ্যুক,চাটার দল,
ন্যায়দণ্ড হাতে নিয়ে করছে অন্যায় কাজ ।
**
অন্যায় কাজে দিও না সাড়া করো প্রতিকার,
ন্যায়ের প্রতি দৃঢ থেকে ভোগো অধিকার।
আত্ম রক্ষা,স্বার্থরক্ষা সবার স্বার্থক কাজ,
ধর্ম কর্ম ঠিক রেখে করো পরের উপকার।
**
সাধুর বেশে ডাকাতেরা করছে ডাকাতি,
আঙ্গুল ফুলে বটগাছ হচ্ছে রাতারাতি।
জনগণ লুটের মাল যেমন খুশি লুটে
ফেরেববাজ করছে রাজ,সাজছে বিচারপতি।
**
ফুল ফোটেনি প্রেমকাননে আসোনি আজ তুমি,
হৃদয় জুড়ে তুষের আগুন, ফাগুন কানন মরুভূমি,
চৌদিক আজ খা খা মোর,বইছে সেথায় লু হওয়া,
বুলবুলি আজ নীরববুলি গিয়েছে তার গান ভুলি।।