লাল লাল ডালিম ফুল
ফুটে আছে ওই
ডালিম গাছে ডালিম নাই
ডালিম পাবো কই।


ফুল ছিড়িলে ভুল কোরিবা
ডালিম পাবা নাকো,
ডালিম যদি খেতে চাও
অপেক্ষাতে থাকো।


ডালিম দানা পেঁকে যাবে
টই টুম্বুর রসে
ডালিম পেড়ে খাবে তুমি
মনের হরষে।

বিড়াল ছানা বিড়াল ছানা
মিউ মিউ মিউ ডাকো,
দুধ ভাত খাও তুমি
ইঁদুর ধরো নাকো।


ইঁদুর ছানা ইঁদুর ছানা
কিস কিস কিস ডাকো
ইঁদুর বিড়াল ভাব হয়েছে
এক ঘরেতেই থাকো ।


ইঁদুর বিড়াল লুকোচুরি
খেলে সারাদিন,
টিকটিকি তবলা বাজায়
তাক ধিনা ধিন ধিন।

ছোট্ট খুকুর পায়ে নুপুর  
ঝুমুর ঝুমুর বাজে
ছুটাছুটি বাড়ি ময়
দিন রাত সাঁঝে।


বড় আপির বড় মায়া
আদর করে বেশি,
আদর সোহাগ পেয়ে খুকু
সদা হাসি খুশি।

খুকুমনি রাগ করেছে
ধরেছে আজ বায়না,
লাল জামা চাই তার
আর চাই আয়না,


জামা পরে দাঁড়িয়ে দূরে
আয়নার ভিতর চেয়ে
দেখবে খুকু কেমন দেখায়
তার মত মেয়ে।

খুকুমণির প্রিয় ফল
কলা আর আম
লিচু খেতেও ভালোবাসে
ভালোবাসে জাম।