সমুজ্জ্বল কাব্যালোক,
রাতে কিংবা দিবালোক
বসি, করি অন্বেষণ।


রচিছো কাব্য খানি
অমোঘ অমীয় বাণী,
বল কি দিব প্রতিদান
যাচি আকিঞ্চন।


দীন আমি দিন শেষে,
যাব ফিরে নিজ দেশে
দ্বীনহীন কতদিন
করেছি গুজরান।


সব কিছু পড়ে রবে
শুধু আমি রবো না ভবে,
কৃতিটুকু থাকবে অম্লান।


ভক্তবৃন্দের হৃদ মঞ্জিলে
সঞ্চিয়াছে তিলে তিলে
ভক্তি রস অপুরান।


তুমি ভক্তকুল শিরোমনি
যাচ্ছো নিত্য শ্রদ্ধা দানি
পাচ্ছি যোগ্য সম্মান।


যোগ্য কিবা অযোগ্য
জানিনা তবে উপভোগ্য
করছি ভোগ যোগ্য দান


এই হোক শেষ আশা
ভক্তবৃন্দের ভালোবাসা
মরণোত্তর থাকবে অম্লান।