তালে তালে তাল কালাম


পাতা নড়ে,তাল পড়ে,
তাল পড়ে,পাতা নড়ে।
নাচে খুকু তালে তাল,
ঢোলের বলে ওঠে তাল।
ডিপ করে পড়ে তাল,


ডিপ করে পড়ে তাল
নাকি পড়ে ডিপ করে?
খুকুমনি সারাদিন ভাবে।


তাল নিয়ে বাদে গোল
তালে তালে বাজে ঢোল।


মিলিয়ে যাও তালে তাল
নইলে হবে বেতাল,তাল
ঢোলের বোলে ওঠে তাল,
তাক ধুমাধুম তালে তাল।



তালকাকীয়


তালের পরে বোসে কাক
কাকা স্বরে দেয় ডাক।
তখন যদি তাল পড়ে
কাকতালীয় কয় তারে।


তালকাকীয় নয় ক্যান
ভেবে খুকু হয়রান।


খুকু ডেকে কয় বাবাকে
তালের পরে বসে কাকে।
সকল সময় তাল পড়ে না
পড়লো কিনা কাক জানেনা।
তবুও কেন কাকতালীয়
বাবা আমায় বুঝিয়ে বলো।


বাবা বলে লক্ষ্মী সোনা,
আমিও তো,তা বুঝি না।
লোকের কথার সূত্র ধরে
কাকতালীয় যাই বলে।
তালকাকীয় মন্দ নয়
মান্য যদি করে সবাই।।