আকাশ নিলে সাগর নীল,
সাগর জলে সাম্পানে।
মন পবনের নায়ে চড়ে,
চলছো সখি কোনখানে।
হৃদয় গাঙে জাগলো কি বান?
তরী তোমার চলছে উজান,
কোন অজানার আহবানে,
ছুটাও তরী উজানে।
রুপ সাগরে রূপ লহরী,
আহা! কি রুপ! মরি, মরি!
ইচ্ছা করে ঝঞ্ঝা হয়ে,
ডুবাই তরী ঘূর্ণী বায়ে।
তোমায় নিয়ে অথই জলে,
বাধবো বাসর পাতাল তলে,
নীল যমুনার নীলে নীলে,
নীলাম্বরী শাড়ি পরে,
থাকবে তুমি আমার পাশে,
কর্ম কিংবা অবকাশে,
অনুরাগের অনুযোগে,
মান অভিমান ভাঙ্গাবে।