না বলব না
থাক সে কথা,
না হাসো না সোহানা
হে মন নম হে
সে নারী রীনা সে।
থাক সে কথা  
না বলব না।


(প্রতিটি লাইন ডান দিক থেকে পড়লে অর্থ যা হবে আবার বাম দিক থেকে বর্ণগুলো উল্টিয়ে পড়লে অর্থ তাই হবে)
                  
টিকাঃ এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। এমনকি তোমাকেও না সোহানা। আমার মন একজন নারীকে প্রণাম করে। সে হতে পারে রীনা।