তোমাকে যতবার আমি দেখেছি,
ততবার নতুন করে প্রেমে পড়েছি।
কি? আছে তোমার এই কাজল রাঙানো চোখের মায়ায়।
তুমি কি বলিতে পারো আমায় ।
জানো, যদি আমি আকাশ হতাম, বৃষ্টি সেজে তোমায় ছুঁয়ে দিতাম।
চাঁদের বরন অঙ্গ জুড়ে, তুমি আমায় জড়িয়ে নিত।
দুঃখ ও আর পারতোনা, তোমাকে অকারণে দুঃখ দিতে।
আকাশ পানে চেয়ে দেখোনা , দুটি প্রজাপতি উড়ছে।
ভালবাসি বলে তারা, কত ছন্দ বুনছে।  
প্রকৃতি দেখেই হয়তো বোধহয়, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে।
যতই না তোমাকে, আমার ভাবনা থেকে লুকিয়ে রাখতে চাই।
ততোই তোমার শুভ্র চাহনির স্রোতে আমি প্রেমে পড়ে
যাই ।
তোমার ঐ চোখের কাজল, কানে রঙ্গিন দুল,ঠোঁটে যেন রক্তে রাঙ্গা গোলাপ ফুল।
দুই গালে দুটি টোল, মুখে বড্ড হাসি।
এমন একটি মেয়েকে সত্যিই ভালোবাসি।