আনুকূল্যতার স্রোতে ভাসতে ভাসতে


তোমার স্নাত জলাধারের বিন্দুতে বিন্দুতে কস্তুরী-


       সুঘ্রাণ সুখে হারাতে হারাতে


             ফিরতি পথের নিশানা গেছি ভুলে,


       এখন তুমি ছেড়ে দিলে-
       সে কেবলই অথই জলে ভাসা
  ভাঙ্গা বুকে কোন আশায় সাঁতার দেব উজানে!


       তুমি যদি সাড়া দাও-


আবার এক সমুদ্দুর পথ পাড়ি দিতে পারি,


       না হয় নিথর লাশ হয়ে ভেসে বেড়াবো


    ঢেউয়ে ঢেউয়ে শীতল বেদনা নিয়ে |


চাহনিতে অমন আবেগ ঝরাও কেন?


না-কি প্রেম ঝরে পড়ে অন্তরের আহ্বানে!


মেঘের ভিতর থেকে অমন চাঁদ উঁকি মারে কেন?


           নতুন সোনামুখো চাঁদ!


      ফের উঁকি দিলে জাপটে  ধরে-
অধর মিলনে খাবো আমরণ চুম্বন |