আরও কাছে,কী আছে!
খনির ভিতর ননী
আর গাছ পাকা ছবেদার বাসনা
জোছনায় মাতাল হাওয়ায় ভাসা হাসনা
খোপার ভিতর বেলী ফুলের সুবাস
কামিনী-তটিনী পাড়ে সবুজ কোমল ঘাস
আরও আরও কাছে অথবা দূরে
খেয়ে দোল-যুগল নীল ঘুড়ি ওড়ে !
নিয়ে পেজা তুলো কোমল মেঘের আবেশ,
লাফানো রক্তিম পরান করেছো সাদা-শান্ত।
হায় মানসী! পরান পরাগী নীলমণিকান্ত
হারায়ে তোমারে কী উন্মুল জিবন;বিদীর্ণ মনোভূমি,
কোথায় লুকায়লা পাগলিনী তোমারে তুমি।