হৃদয়ের মাঠে ছড়িয়ে দিলাম প্রেমের শস্য দানা,
খুটে খুটে খাও তুমি আমার নীল কতরের ছানা।
সে মাঠের প্রান্তর ছুয়ে আছে নীল মেঘেদের সীমানা,
উড়ে উড়ে বেড়াও ঘুরে মেলে নীল পালকের ডানা।
চির পুষ্প কানন সেথা ভ্রমর পাখিদের আনা গোনা,
ছড়াও তুমি আনন্দের বাহাস দিয়ে যাবো প্রনো দোনা।
গাও গান হৃদয় খুলে নাচো ময়ূর পঙ্খিনির সাজে সেজে,
নাচের তালে নূপুর দুখানি তোমার ক্ষনে ক্ষনে উঠুক বেজে বেজে।
কৃষ্ণ হয়ে বাজানো বাশিঁ বসিয়া কদম্ব গাছের তলে,
উদাসী হয়ে রাধীকার বেশে আসিও কুলমান ভূলে।
ভালবাসার মাদকতার দুজনার হৃদয় উঠিবে দুলে দুলে,
যাতনা কি ভালবাসায় অনুযোগে সোহাগে বলিও খুলে খুলে।
শ্যাম-সবুজের মায়া দিয়ে বাধিব দুজনে একখানি সুখের ঘর,
নিশি জাগিয়া দেখিনি মোরা জোছনার বানে ভাসা যমুনার চর।
জোছনার জলে ম্নান উল্লাসে ঝিঁঝিঁ পোকার আনন্দ গানের আসর,
কোকিলের গানে পুলকিত যুগলে সাজাবো বেলি ফুলের বাসর।
জিবনের প্রতিদিন করিতে রঙ্গিন করেছি সেথায় হাজার ফুলের চাষ,
এই হৃদয় তোমার সুখের উদ্যান করিও সেথায় চিরদিন বসবাস।