রক্তের লহর খেলেছিল সেদিন তেরশ নদনদীর বুকে
অন্নাভাবে মরেছিল কত মানুষেরা ধুকে ধুকে,
এ যেন মানুষ নয় লাশের দেশে লাশের গন মিছিল!
বিনা ঠোকরে ফিরে গেছে সেদিন শেয়াল, শকূন, চিল।
আর ঠুকরে ঠুকরে খেয়েছে ওরা কত শত মা-বোন নারীকে
দিনে দুপুরে মাঠে, ময়দানে, জঙ্গলে, নির্জন ভাঙ্গনের বাকে
মানুষরুপি শকূন, হায়েনা হানাদার, কুকুর জানোয়ার।
কু মতলবের কামধর্ষনে মত্ত সেদিন মাগিরপুত রাজাকার
সম্ভ্রব হারানো চাপা কান্নায় বাংলার প্রকৃতি নিঃশ্ব একাকার।
বন্দুকের নল বুকে ধরে মেতেছিল হরিলুটের খেলায়,
ঘরে ঘরে জ্বালছে আগুন, আমার সোনার বাংলায়।
বোম-বারুদ, মর্টার মেশিনগানের প্রকাম্পিত আওয়াজ
বাংলার জোয়ান সৈন্যকে করেছিল সাহসী যোদ্ধাবাজ,
সাত কোটি জনতা জেগেছিল শহর থেকে গ্রাম
এই মন্ত্রে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম......।
মহা কাব্যের কবি তুমি হে, শেখ মুজিবর রহমান
এক কবিতায় কিস্তিমাত পশ্চিম পাকিস্তান,
মুক্তির নেশায় ঝড়ে, পচেঁ গেল অকাতরে কত প্রান,
স্বাধীনতা ছিনিয়ে একটি বাংলাদেশ করে গেল বিনির্মান।
বিজয় দিবসে এসো বাঙ্গালী শ্রদ্ধা ভরে মাল্য করি দান
শহীদ আত্মা শান্তিতে থাকুক করি আজ এই গুনগান।