এই সবুজ পল্লবির পথে
                তুমি ছিলে রয়ে গেলে তুমি
             "নৌকা ডুবি'র" নায়ক হয়ে আমি
চলে গেছি দুরে অচেনা শহরে,
চলতে চেয়েছিলাম এই পিচ ঢালা রাস্তা ধরে।
   ভাট্ফুল আর লতাপাতার জড়ানো শ্যামল ছায়ায়
পিপাসিত পরান জুড়াতে তোমার কাজল রুপের মায়ায়,
এই পথ আজও রয়ে গেল তোমার,রবে চিরদিন
    এই শিমুল ফুলের হাসি চির রবে অমলিন,
     এই পাখি আর ঝরা পাতার গান-
এই রুপালি জোছনা আর তারার আলো অম্লান-
  হেসে-ভেসে যাবে তোমারি সুখের আশায়,
ফাগুনের ফুল হারাবে কূল তোমারি ভালবাসায়।
  এই পথ তোমার আমার দুজনার হলে
  মজিতো না নয়ন নয়নের নোনা জলে,
এই ভরা ফাগুনে আজও দিবানিশি পুড়ি
যাযাবর জিবন!পথে পথে অসহায় ঘুরি।