নয়নের নৈঃস্বর্গিক মায়াবী মৃদু ঢেউ
হাহাকারে ভাসিয়ে নেয় কুহক শান্তির ছলে,
পোড়ায়ে দেয় নীলক্ত আগুনের ঢেউ
নিটল শান্তি, পরানের অতল-তলে।
ভালোবাসা ছিল এখনো আছে!
নিভৃত বনফুলের গন্ধে সারা বাড়ি মাত।
ঘুমিয়ে থাকে হৃদয় পাছে,
চমকিত হয় আঁখি ডাগর ঢালিছো প্রপাত
প্রেমের, তাই পাথর মানুষ হয়ে
মৃত আগর কাঠির দহন সয়ে,
ছড়ায়ে আসি সরল সৌরভ
নিয়ে হাজারো মৃত্যুর গৌরব।