লক্ষ মানবের আহাজারি মায়ানমার সিমান্তে
আর মানব মুক্তির নোবেল ঝোলে সুচির গলাতে,
মানবতার মানব যারা আছো এই পৃথিবীর
সমঃস্বার জবাব দাও যদি হও মানবতার বীর!
সুচির গলায় মানায় না ঐ নোবেল মনিহার
রাক্ষসীনি সে, তাহার নেই আর ঐ সম্মানের অধিকার।
সামরিক জান্তারা সব হয়ে ইয়াবায় নেসাতূর,
ধংস করে মানবতা হয়েছে উন্মাদ; পাগলা কুকুর।
ওরা গ্রামের পর গ্রাম জ্বালে, পাখির মত মানুষ মারে
ওরা শিশুর বুকে গুলি ছুড়ে, তরুনীদের ধর্ষন করে।
গণহত্যা, কান্যা, ক্ষুধা এ কোন সভ্যতার চিত্র,
চীন, রাশিয়া বল তোমরা কোন স্বার্থের মিত্র?
মানুষ আজ দ্বিগ-বিদ্বিগ ছোটে বাঁচাতে নিজের প্রান
একখন্ড বাংলাদেশ যেন আজ হাশরের ময়দান!
বিচার করো হে বিশ্ব মানবতা, বিচার করো হে প্রভু,
সামরিক জান্তা-জানোয়ারদের ক্ষমা করিওনা কভু।
রোহিঙ্গা নয় মানুষ ওরা! ফিরিয়ে দাও অধিকার, সম্মান।
আজ মায়ানমার নয় গাও হে মানব মানবতার জয়গান!!