তিরিশ বছরের তিন'শ কোটি দিন
নিরালে পড়ে আছে চৈত্রদগ্ধ মাঠের মত,
তামাটে ঘাসে ধূসর প্রজাপতির মেলা ।
কি খাব? কেন খাব? বেচে থাকার আশায়?
প্রানে রক্তের ধারা নেই,বুকের দ্বীপে মরুর গন্ধ,
   চোখতো অঙ্গার,জগত আধার পাথার!
     তবু চলে যেতে যেতে ভাবছি,
  কোন গোপন গিরিপথ আছে কী?
জিবনের গন্ধ পাওয়া যায় উত্তরনে।
হায় জিবন! নিষ্পাপ জিবন!
শুধুই মরনের দিকে হও কেন ধাবমান,
   না মিটাইয়ে প্রানের আবেদন।