মনের ভিতর ভাল নেই ভাল নেই অসুখ
মনের মৌলিকতার অসিম শুন্যতায় ভরা বুক।
ভাল দিনের আলো আসে এই কালো দিনে
দুঃখের দরজা দিয়ে,কত কষ্ট! তুমিহীনে।
ভাল নেই-আছি-অভিনয় করি নিজেরই সাথে,
বেচে থাকার স্বাদ-যন্ত্রনা মুছি নিশুতি রাতে।
কবে বাচিবো কবে মরিব কবে পার হব-
আগুন নদীর এই জিবন-পুলসিরাত,
    নিজেরই ভিতরে আর কত লুকাবো,
কোথায় সেই কস্তুরি গন্ধমাখা-স্বাদ!?