আব্দুল হালীম

আব্দুল হালীম
জন্ম তারিখ ১ জুন ১৯৯৮
জন্মস্থান নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় বিদ্যাবল্লভ গ্রামে, বাংলাদেশ
বর্তমান নিবাস নারায়ণগঞ্জ, বাংলাদেশ
পেশা শিক্ষার্থী
শিক্ষাগত যোগ্যতা বি এ অনার্স ১ম বর্ষ ( দর্শন)

আব্দুল হালিম ৫ জুন ১৯৯৮ নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার অন্তরগত বিদ্যাবল্লভ গ্রামে এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতার নাম আবুল কাশেম মাতার নাম সুফিয়া খাতুন মাত্র চার বছর বয়সে মাকে হারান বাবার কাছে লালিতপালিত হন। কিন্তু বাবার আর্তিক অবস্থা ভাল না থাকায় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতে হতো। ছোটবেলা থেকে শিক্ষা অনুরাগী ছিলেন বৃধায় কাজের পাকেপাকে লেখাপড়াও চালিয়ে যান। প্রথমে ভর্তি হন ভরাপাড়া ফাজিল মাদ্রাসায়, এ প্রতিষ্টানে পঞ্চম শ্রেণী পাস কারার পর ভর্তি হন বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত, ওয়াই দাখিল মাদ্রাসায় সেখান থেকে দাখিল(এসএসসি)পাস করার পর পুনরায় ভরাপাড় ফাজিল মাদ্রাসায় ভর্তি হন এবং আলিম (এইচএসসি) পাস করেন।বর্তমানে ওয়ালী নেওয়াজ খাঁন কলেজ কিশোরগঞ্জ এ, বিএ অনার্স (দর্শন বিভাগ) ১ম বর্ষ অধ্যায়ণরত। ছোটবেলা থেকে যেমন শিক্ষা অনুরাগী ছিলেন তেমনি সাহিত্য প্রেমিক।

আব্দুল হালীম ৬ বছর ১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে আব্দুল হালীম-এর ১টি কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
৬/৩ ৩৯