অদম্য বীর
মো নুর হাসান শেখ


নতুন এক সাজে,
এনেছি তোমাদের মাঝে।
সে চির অচেনা,
কেন দেখে না?
নতুন কে জানা
নেই তো কারো মানা!
কেউ দেখেনি আর
আলেকিত মুখ তার।
ভয় করে সে জয়,
দুর্নীতি করে ক্ষয়।
সে মানুষের ধাঁধা,
অত্যাচারীর বাধা।
সে আগুন্তক
ভুল পথ রুদ্ধক।
সে ধুমকেতু
আলো আঁধারের সেতু।
সে স্বাধীনতা
অনাহারীদের নেতা।
সে কালবৈশাখীর ঝড়
হতদরিদ্রের ঘর।
সে মুহাজিনের বাণী,
অসহায়ের বজ্র ধ্বনি।
অত্যাচারীকে দেয় না ছাড়,
চায় না সে নেতৃত্বের ধার।
খেয়ে অমিত্রের পানি,
বলছে অমর বাণী।