কবিতার নামঃ অসৎ সমাজ
লেখকঃ মোঃ নুর হাসান শেখ


এই জগতে ভালো লোকে
পায়না খেতে  দু-বার ,
সৎ মানুষ নেই আলোকে
আছে শুধু আঁধার।


অসৎ লোকে আলোর ধারে
সৎ লোক কে ঠেলে,
মিথ্যা বললে টাকার পারে
সত্য বললে জেলে।


শ্রদ্ধাও ভাই নেই ভুবনে
শুত্রু সবাই সবার,
টাকার জন্য জীবন কেনে
চেষ্টা উর্ধে উঠার।


কেউ নিজের ভুল খুঁজেনা
অন্যদের ভুল খুঁজে,
ভালো কাজের ধার ধারেনা
শিক্ষা রাখে গুঁজে।


সুদ আর ঘুষে সমাজ নষ্ট
জীবন যাচ্ছে চলে,
গরিব দুঃখির হচ্ছে কষ্ট
সুদ ঘুষের তলে।