সাম্যের গান গাও


মোঃ নুর হাসান শেখ


কর্জা কাঁধে পেটে তৃষ্ণা
কাপড় নেই গায়ে,
বাস ভবন তাদের নেই,
নেই পাদুকা পায়ে।


তাদের দেখে আমরা হাসি,
থাকি বদন ডেকে,
মানবিকতা হারিয়ে গেছে
মোদের মাঝ থেকে।


মানবতার কাজটা যদি
সবাই মিলে করি,
তাদের হবে বাস ভবন
হবে খাদ্য ঝুড়ি।


সাম্য গীতি নিজ হৃদয়ে
দাও একটু স্থান,
ঝগড়া ছেড়ে সমান মেনে
গাও সবার গান।

চলো এভারে গরীব ধনী
এক সঙ্গে চলি,
চলো সকলে বিভেদ ভুলে
সাম্য কথা বলি।