বাতাসে আসছে লাখো মানুষের আর্তনাদ,
চাকরি আর দোকান গেলো যেন এক স্বপ্ন রাত।
নব নব্য প্রযুক্তি সব হলো অকার্যকর
ব্যবসায়ীদের দোকান পুড়ে হারালো সুখের ঘর।
নিমিষেই হয়ে গেলো সব হারিয়ে নিঃস্ব।
দেশবাসী সকলে দেখলো ভয়াবহ এক দৃশ্য।


সদা ব্যাপৃত নগরী আজ হয়ে গেলো গোরস্থান।
সহায় সম্বল সমস্ত গেলো, থাকলো শুধু প্রাণ।
শহরটা আজ নিরব হয়েছে, পাচ্ছে কান্নার গন্ধ।
এবার ইদের স্বপ্ন গুলো বুক পকেটে বন্ধ।


মোঃ নুর হাসান শেখ - কবিতায় মানুষের আর্তনাদ