সে পিছু-টানে এসেছে ফিরে
নিকটে ঘুরে ঘুরে,
বাস্তবতা ঠেলে দিয়েছে
আবার বহু দূরে।


ভাবনা গুলো উড়িয়ে দেয়
বাঁধন ছাড়া তীরে,
শূন্যের মাঝে উড়ায় ঘুরি
কুল হারার নীড়ে।


কোন অচিন মায়ার টানে
আমায় শুধু টানে,
সমাজ কেন আঘাত করে
  প্রভুই শুধু জানে।


সমাজ চলে ভ্রান্ত পথে
নিজ লক্ষ দিয়ে,
মানুষ চলে সমাজ পথে
অন্ধ আঁখি নিয়ে।


মাত্রাবৃত্ত ছন্দেঃ ৫+৫+৫+২