বাস্তবতার সমাজ
     মোহাম্মদ রাব্বি হাসান


ফিরতে চাই এই মিথ্যা বাস্তবতা থেকে,
জেগে উঠতে চাই চোরাবালির মতো থাকা
এই সমাজের
কিছু নিয়ম নিতি থেকে।


বিদ্রোহী মন আমার আওয়াজ তুলেছে
থাকবে না সে সাত রংয়ের এই সাজানো সমাজে।
কিংবা চলতে চায় না মিথ্যা
ভালোবাসার সাথে তাল মিলিয়ে।


বেচে আছি স্বপ্নেও দেখি
কষ্ট পেলেও  কাঁদি।
তারপরও জানতে বা
বুঝতে পারে না কেউই,
কারণ তারা তো ব্যস্ত
এই মিথ্যা ভালোবাসা আর
সাত রংয়ের সাজানো
সমাজকে নিয়ে


সমাজের লোকের ভাবনা এমন
হোক না মানুষের মনটা কালো,
চাকরির বাজারে ডিম্যান্ড ভালো।
চেহারা ভালো আর কি লাগে?
টাকা থাকলেই সবার আগে ।