চাঁপা ব্যথার জীবন
মোহাম্মদ রাব্বি হাসান


এই সমাজটা বড়ই সার্থপর,বড়ই নিমর্ম,
সার্থপর এই সমাজে আজ আমি অবহেলিত
কিংবা ব্যর্থহীন প্রেমিক ।


আমার ব্যর্থহীন প্রেমিকের জীবনে সমস্ত
স্বপ্ন-সুখ আশা-আকাঙ্ক্ষা কিংবা প্রেমিকাকে
কাছে পাবার দীর্ঘ আকাঙ্ক্ষা নিক্ষেপ করেছি
এই সমাজের নোংরা ডাস্টবিনে ।

হৃদয়ের ভালোবাসা গুলোও
আজ ঝাপসা হয়ে গেছে,
কিংবা তাকে কাছে না পাবার
আর্তনাদ হয়ে উঠে চোখের জল।


আঘাত ছাড়াই ঝরেছে অজস্র অশ্রু,
জমেছে বুকের ভেতর এক নিষ্ঠুর চাপা ব্যথা।
এই সার্থপর সমাজের ভিড়ে হাড়িয়ে ফেলেছি
তাকে কিংবা তার কন্ঠস্বরকেও,
এখন আর দেখতে পাইনা তাকে
শুনতে পাই না পরিচিত সেই কন্ঠস্বর ।


নিজের দুঃখ-কষ্ট গুলোকে যদি ছুড়ে ফেলতে পারতাম এই সমাজের নোংরা ডাস্টবিনে
কিংবা বুঝাতে পারতাম এই সমাজের মানুষগুলো,
তাহলে সুখ গুলোকেও কাছে টেনে নিতাম
আর প্রিয় মানুষটিকেও ।


আসলে আমি ছন্নছাড়া এক দুঃখী মানুষ
কিংবা ব্যর্থহীন প্রেমিক,
তাই তো ভালোবাসা থেকে আজ আমি বঞ্চিত ।