কবিরা কিছু পায় না
মোহাম্মদ রাব্বি হাসান ।


কবিদের মনের ভিতরে লুকিয়ে থাকে
হাজারো না বলা কথা
যা কবিরা কবিতার মাঝে কিংবা
ডাইরির ভাজে প্রকাশ করে
কিন্তু বলার মত কাউকে পায়না  ।


কবিতা জানে কিভাবে কাউকে ভালোবাসতে হয়
কিন্তু তারা কখনো কারো ভালোবাসা পায়না
কারণ কবিরা কিছু পায় না  ।


কবিরা কবিতার মাঝে প্রকাশ করে
প্রিয় মানুষটির হাতে হাত রেখে অনেকটি পথ চলার
কিন্তু কবিরা সেই পথটিও চলতে পারে না
কারণ কবিরা কিছু পায় না   ।


কবিরা ফুলকে অনেক ভালোবাসে
কিন্তু কবির হাতে ফুল বেমানান
কিছুক্ষণ পর ফুলটিও শুকিয়ে গিয়ে বলে দেয়
কবিরা কিছু পায় না   ।


কবিরা কবিতার মাঝে গোলাপ বকুল
বেলি ইত্যাদি ফুলের কথা উল্লেখ করলেও,
সেই ফুল দেবার মত কেউকে পায়না  
কারণ কবিরা তো কিছুই পায় না  ।


কবিদের কল্পনাতেও নারীরা থাকে
হ্যাঁ নারীকে কামনাও করে
কিন্তু স্পর্শ  করে না
কারণ কবিদের কিছু পেতে নেই
কবিরা কিছু পায় না  ।


কবিরা সবাইকে ভালোবাসলেও
কবিরা কখনো কারো ভালোবাসা পায় না  
কবিরা একান্তই নিজের রয়ে যাই
তাইতো কবির হাতে কলম আর ধুলো জমাট ডাইরিটা আজ সঙ্গী ।