কোনো এক সময়
মোহাম্মদ রাব্বি হাসান


পূর্ণিমার চাঁদের আলো উকি দিবে
জানালায় থাকা পর্দার ওপাড়ে,
আর ঝিরঝিরে বাতাসও বইবে
জানালার পর্দার ওপাড়ে।


আস্তে আস্তে বাতাসের সাথে
উড়তে লাগবে জানালায় থাকা পর্দাটা।
ঠিক সেই মহূর্তে চাঁদের আলো এসে
পড়বে তোমার কপালে।


আর চাঁদের আলো কার না ভালো লাগে?
তাই আমিও কিছু না ভেবে স্পর্শ করতে শুরু করবো তোমার কপালে থাকা চাঁদের আলোকে।
আর তখনি মনে হবে চাঁদের আলোকে স্পর্শ করতে গিয়ে স্পর্শ করবো তোমাকেও।


কিছু না ভেবেই দেখতে শুরু
করবো তোমার মায়াভরা মুখখানাকে ।
দেখবো ঝিরঝিরে বাতাসে
তোমার অবাদ্ধ চুলের খেলাও।


বিষন্ন মনে উদাস নয়নে
নির্বাক তাকিয়ে থাকবো তোমার দিকে।
হঠাৎ মনে হবে আজ যেনো কি নেই আমার??
হ্যাঁ আজ নেই বিশাল আকাশের মত থাকা শূন্যতা।
মনে হবে সর্গটা যেনো সেদিন আমার ঘরে আসবে।