অন্য কারো
মোহাম্মদ রাব্বি হাসান


প্রত্যেক মানুষ যাকে ভালোবাসে
সে কি জীবনে তাকেই পায়?
কেউ পায়,কেউ বা পায় না,
যারা প্রিয় মানুষটিকে পায় না
আমি না হয় তাদের মধ্যেই একজন।


প্রিয় মানুষটিও কোনো একসময় দুরে সরে যায়
কিছু কিছু নাম না জানা অযুহাতে,
তাই বলে কী প্রিয় মানুষটি অপ্রিয় হয়ে যায়?
যখন দেখতে পাই প্রিয় মানুষটি
অন্য কারো বুকে অন্য কারো পাশে
তখন হয়ত বুকের মাঝে দহন হওয়াটাই স্বাভাবিক।
বুকের ভিতর জ্বলে উঠা আলো গুলোও
নিভতে শুরু করে
যখন ভাবি সে অন্য কারো।