প্রাক্তন ভালোবাসা
              মোহাম্মদ রাব্বি হাসান


যদি কখনো ঘর ছাড়তে ইচ্ছে করে তাহলে জানিও-
প্রাক্তন ভালোবাসা ফিরে আসলে নাকি
যখন তখন গাছের পাতাও সংসার পাতা যায়,
কিংবা কুড়ো ঘরের সেই রাজপ্রসাদেও ।


যদি সেই দুষ্ট বিড়ালের গান শুনতে শুনতে
বিভ্রান্ত হও-
তাহলে চাইলে পাখির মতো ঘর ছাড়তে পারো,
আসতে পারো আমার সেই রাজপ্রসাদে।


শুনেছি,প্রাক্তন ভালোবাসা ফিরে আসলে বসন্তেও
নাকি ফিরে আসে বারবার,
বকুল ফুলের গাছটাতেও ফুটতে শুরু করে ফুল,
দিতে থাকে সুগন্ধি,
আর জানান দিতে থাকে প্রাক্তন ভালোবাসার আগমনকে ।


শুনেছি, প্রাক্তন ভালোবাসা ফিরে আসলে মৃত ঘাসও নাকি সবুজ হয়ে ওঠে,
কিংবা অবহেলিত গাছটাতেও
ফুটতে শুরু করে তারার মত ফুল ।


যদি সেখানে কখনো ক্লান্ত হয়ে পড়ো
কিংবা সেখানে তুমি আর নিজেকে খুজে পাচ্ছো না,
তাহলে চলে আসিও আমার
সেই গাছের পাতার সংসারে ।