তোমার আগমন
         মোহাম্মদ রাব্বি হাসান
      


-বসন্তের বিকেলে আসার কথা ছিল তোমার
পার্কের এক কোনের বেঞ্চিতে,
দশ টাকার বাদামের মোড়া কিনে বসেছিলাম তোমার অপেক্ষায়।


দিঘীর জলে একঝাঁক হাঁসের ছুটাছুটি
মৃদু বাতাসে সূর্যের আলোরা খেলা করে জলে,
বকুল,কদম,বেলি ফুল ফুটতে শুরু
করেছে জলের ঐপাড়ে।


ঠিক তখনি অপেক্ষার পহর শেষে তোমার আগমন
পড়ে এসেছো বিশাল আকাশের বুকে থাকা
নীল রং এর শাড়িটা।
আমার দুচোখের স্বচ্ছ বাতাসে
তোমার অবাধ্য চুলের খেলা।


মুখে মুচকি হাসির পিছনেও আছে
এই সমাজের ভয়।
আর টুকরো টুকরো অভিমান
আরও কত কি।


আর হয়তো কোনো একসময়ে  সেই বেঞ্চিতে দুজন থাকবো না,থাকবো শুধু আমি একা।পাশে পড়ে থাকবে বাদামের খোসা।আর সেখানেই শেষ হবে অসমাপ্ত কাহিনী