জীবন এক বহতা নদীর স্রোত
এ যেন জোয়ার ভাঁটার উছলে ওঠা ক্রোধ,
এ যেন শত বৃষ্টির মাঝে ঝলসে ওঠা রোদ
জীবন এক বহতা নদীর স্রোত।


এ যেন কবি নজরুলের অসম্পূর্ণ কবিতা।
এ যেন জয়নুল আবেদিনের অর্ধ-শিক্ত ছবিটা।
এ যেন লাল সবুজের ঘেরা একটি দেশ,
এ যেন স্বাধীন দেশের অস্বাধীন পরিবেশ।
জীবন এক বহতা নদীর স্রোত।


এ যেন ভালবাসার এক মূর্ত প্রতিচ্ছবি,
এ যেন ন্যায়ের পথে লড়ে যাওয়া মশি হাতে কোন কবি।
এ যেন বীরশ্রেষ্ঠ মতিউরের তুলে নেয়া সেই অস্র,
এ যেন ফুটপাতে পরে থাকা গরীবের ছেড়া বস্র।
জীবন এক বহতা নদীর স্রোত।