আমি অংকুরিত হব
ভাবনা থেকেই জন্ম নিলাম সুহৃদের হৃদয়ে।
আমি প্রস্ফুটিত হলাম
ছড়িয়ে পড়লাম সূধীজনের অন্তরে।


আগাছায় ঘেরা
ছোট্ট একটি জলাশয়ে খড়ের বাগান।
ওখানেই আমার ভিত্তি
তিনটে ইটে পানিতে আমি ভাসমান।


সুহৃদ আর সুধীজন
আমার ভাবনায় মশগুল।
জল্পনা আর কল্পনায়
আমাকে নিয়ে ভাবনা তাদের অনুকূল।


দিন যায় বছর যায়
আমি বড় হতে থাকি অবলিলায়।
আমার প্রচার আমার প্রসার
ছড়িয়ে পড়ে গণ মানুষের মনের কোনায়।


মাঝে মধ্যে কখনও
ভয়ে আছি বসে জড়ো হয়ে।
সুহৃদ দের   সাহস আর উদ্দীপনা
কেটেছে আমার ভীতি দাড়িয়েছি শক্ত হয়ে।


নিরলস আর অক্লান্তে
কত জনকে দিয়েছি হাসিমুখ।
বিদায় নিয়েছে তারা
চেয়ে থাকি তাদের পানে দেখতে কত সুখ।


অপেক্ষার পালা শেষ
এসেছে তারা মিলন মেলায় উল্লাসে আর উচ্ছ্বাসে,
দেখবে তারা আমায়
হয়েছি কত বড় পা রেখেছি ২৫ বছরে।