অনেক দিনের আগের কথা।
বিশাল বনে বটবৃক্ষ।
আঁকা-বাঁকা ডাল আর
সবুজে শ্যামলে পাতায় ঢাকা দেহ।


শো শো শব্দ।
ঝড় নেই তবুও ঝড়ের আওয়াজ
হিম শীতল বায়ু সারা দেহ জুড়ে।


ভ্যাপসা গরমে ক্লান্ত দেহে ছুটে আসা পথচারী,
সুখ দুঃখের গল্প করেছে উজাড় মনে।
ভাগী হতে না পারলেও দিত একটু ছায়া
আর গায়ে দিত বুলিয়ে হিম শীতল বায়ু।
তাতেই খুশিতে বিভোর  পথচারী।


নিজের শরীর চিরে করেছে কুঠির
পাক পাখালী আর কীট পতঙ্গের জন্য,
ঠুকরে ঠুকরে দেহ খানি করেছে জর্জরিত
রাগ করেনি কভু।


খাবারের পেয়ালা সাজিয়ে রেখেছে।  
দেখেছে শুধু খেয়ে দেখেনি কভু ।
কি স্বাদ আছে তাতে,
অতিথিরা খেয়েছে এসে
শুধু দেখেছে দু নয়ন মেলিয়া।
তুপ্তি পেয়েছে ততই অতিথিরা খেয়েছে যত।


কখনও ঘাঁড়ের উপর বসেছে চেপে
অচেনা অজানা  গুম্ল লতা।,
রাগ করেনি  আদর করেছে আর জড়িয়ে ধরেছে বুকে।
ঝড়ের তান্ডব থেকে রক্ষা করেছে
পাশে থাকা ছোট বৃক্ষ গুলোকে।
মাথা উচু করে পাহারা দিয়েছে
সারা বন জুড়ে।