অপরূপ দৃশ্যের মন দোলে আজি
হারিয়ে যেতে চায় এ মন
কখনও সেখানে
যেখানে গাছের আড়ালে উঁকি মারে
সোনা ঝরা সেই মহাপুরুষ ন্যায় সূর্য।


তার সাথে দাঁড়িয়ে থাকা এক পায়ে কালের সাক্ষী
দীর্ঘ প্রতীক্ষায় কারোর আশায়।
কখনও পানির উপর ভেলার ন্যায়
শেওলা র দল সাক্ষাতে আসে
ভোলাতে মন আদর আর ভালোবাসায়।


দুর আকাশ থেকে উঁকি মারে
মহাপুরুষ ন্যায় সূর্য
আর লজ্জায় রাঙ্গা হয়ে হারিয়ে যায় ক্ষণিকের তরে
আদুর আকাশের অন্তরালে।


সেই আমের মুকুল
গন্ধে ভরপুর
মৌমাছিদের গুন গুন শব্দে মধু আহরণ
দুর্বাঘাস তার গন্ধ ভুলে
শতেক বাহারি গন্ধে ব্যাকুল।


শততম ব্যস্ততায়
বন্ধুদের আমন্ত্রণে
কখনও কলাভবন
কখনও রেলস্টেশন
কখনও জোট বেধে
সেই পুরোনো ক্যামেরায় বন্দী।


আম বনের সরু পথে
দল বেধে হাঁটা
সোনালী বিকেলের সোনা ঝরা রোদ
আম্র কাননের মাঝে উঁকি মারা।


কখনও বন্ধুদের মাঝে
অভিমানের কাচের দেয়াল
আবার কখনও
আত্নশুদ্ধিতে দিশেহারা।


ঝনঝন রেল গাড়ির আওয়াজে
মুখরিত নিরব পরিবেশ
বসার আসন নিয়ে কাড়াকাড়ি
ফিরছি যেদিন মহা আনন্দে বাড়ি।


সব স্মৃতি আজ সব তোলপাড়
সংসার আর কর্ম ব্যস্ততায়
তবুও কিছু স্মৃতি
মানষপটে ভেসে ওঠে ক্ষণে ক্ষণে।