মেঘকে বললাম
তুমি সাত রঙ্গে আজি সেজেছ কেন?
ওরা বলল,
নতুনরা আসবে বলে
আকাশে ভাসলাম নানান ছলে।


পাথরকে বললাম,
তুমি আজি ভয়ে কাঁপছ কেন?
ওরা বলল,
আমি নতুনদের ভয় ভীতি
গ্রাস করব যথারীতি
যেন চলে ওরা নির্ভয়ে
এগিয়ে যাবে সামনের দিকে।


মাঠ কে বললাম,
তোমার শাড়ি আজ হলুদ কেন?
ওরা বলল,
নতুনদের আজি করব বরণ
সারাজীবন করব স্বরণ।
হলুদ আঁচলে রাখব বেঁধে
চলে গেলে ওরা মরব কেঁদে।


গাছ কে বললাম,
তোমরা কেন পড়ছ নুয়ে?
ওরা বলল,
নতুনদের আজি আলিঙ্গনে
মেতে উঠব সর্বক্ষণে।
সাথী করে নেব আজি,
মানবের কল্যাণে নতুনরা হবে ত্যাগী।


বাতাস কে বললাম,
তোমার গায়ে আজি সুগন্ধি কেন?
ওরা বলল,
সুগন্ধি মাখাবো নতুনদের গায়ে,
দুর্গন্ধ আজি ফেলব পায়ে।
সুবাস ছড়াবে তারা দিক দিগন্তে,
চেয়ে থাকবে জাতি তাদের পানে।


পাখিদের বললাম,
তোমাদের কণ্ঠে কেন এত সুর?
ওরা বলল,
নতুনদের আজি শেখাব সুর,
গাইবে তারা লাগবে মধুর।
সবার স্মৃতিতে থাকবে জেগে,
আপ্লুত হবে তাদেরকে ভেবে।


ফুলকে বললাম,
তোমরা কেন তাদের হাতে?
ওরা বলল,
আমার আছে যত পবিত্রতা
জানিয়ে দিলাম আমার সখ্যতা।
কুলশিত হবে না তাদের মন,
নিস্পাপ থাকবে তারা সর্বক্ষণ।


অট্টালিকা কে বললাম,
তুমি আজি হাসছ কেন?
ওরা বলল,
নতুনদের পদচারনায় বাঁচব আমি,
ওদের হাসিতে হাসব জানি।
আমরি কোলে বসে ওরা,
জ্ঞান আহরণে হবে সেরা।


ধন্য আমরা ধন্য আজি,
পুষ্পে ভরা বরণ ডালি।
তোমাদের জন্য এনেছি মোরা
গ্রহণে হব ধন্য আমরা।