একুশ মানে;
সংগ্রাম ‚জয়ের জন্য যুদ্ধ;
মাতৃভাষা বাংলা করিতে হবে মুক্ত।


একুশ মানে;
শহীদের বুকে রক্ত ঝরানো-জয়ের গান‚
বেদনা ভরা মাতৃভাষা বাংলার প্রাণ।


একুশ মানে;
মর্মান্তিক হত্যাকান্ডে ত্যাগ‚ মায়ের প্রতি ভালোবাসা‚
শত যুদ্ধ বিগ্রহের মাঝে বাংলা মাতৃবাসা।


একুশ মানে;
বিসর্জন দিতে হয়েছে জীবনের সুখ শান্তি‚
জয়ের উচ্ছাসে নিচশির হয়ে পরিল ক্লান্তি।


একুশ মানে;
পথ ধারে অপেক্ষাকৃত মা‚ ছেলে আসবে ফিরে‚
জয়ের শ্লোগান উচ্চ কন্ঠে নিবে ছেলেকে ঘরে।


একুশ মানে;
সবুজ লাল বৃত্ত আকানো পতাকা‚
অমর একুশে সকলের মনে প্রাণে গাঁথা।