যন্তনা কাতর এই আমারে,
করিবে কখন মুক্ত কোন বিকেলে|
জিবন নামের ব্যস্ত সভ্যতা থেকে রেকেছ
কেন তবু আমারে,
অবাস্তব এক কাল্পনিক সমাজ ধারে|
জিবন  মানে বহতা নদীর কলকল দারা,
তবে কেন শেবাল বাসিল বাধা|
রক্তিম সুর্যর আলো করে পুজি,
এগিয়ে চল জিবন তুমি সাফল্যের হাত ধরি|